দিগদর্শন পত্রিকা ১৮১৮

0





দিগ্‌দর্শন পত্রিকা ১৮১৮





আবির্ভাব/প্রকাশকালঃ
এপ্রিল, ১৮১৮। সম্পাদক।

পরিচিতি :
বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা দিগদর্শন। এটি একটি মাসিক পত্রিকা। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হত পত্রিকাটি। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।

সমাজ ও সংস্কৃতিতে গুরুত্ব/অবদান : 
পত্রিকাটির বিশেষ গুরুত্ব এই যে, এটি ‘যুবালোকের কারণ সংগৃহীত নানা উপদেশ ও তথ্যে সমৃদ্ধ’ হয়ে প্রচারিত হয়। যুবকদের মানসিক উৎকর্ষ সাধনে পত্রিকাটি যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই। সে সময়ের কৌতূহলোদ্দীপক প্রসঙ্গগুলি পত্রিকাতে ভীড় করে থাকত।

রচনারীতির দৃষ্টান্ত : 
“ফিরিস্তা নামে একজন মুসলমান ইতিহাসবেত্তা আপন গ্রন্থে লিখিয়াছেন যে, সেইখানকার বায়ু মন্দ, এই প্রযুক্ত সেখানে লোকেরা বসতি ত্যাগ করিল এবং সেখান হইতে কাজকর্ম উঠাইয়া মোংটাঙ্গরা নগরে লইয়া গেল।”—এই বর্ণনায় কিছু কিছু ঐতিহাসিক ত্রুটি থাকলেও ভাষাটি বেশ পরিচ্ছন্ন।










সাহায্য: দেবেশকুমার আচার্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top